ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় মহান ভাষা আন্দোলনের স্মরণে ৫২ ধরণের জৈব কৃষি প্রযুক্তি নিয়ে ‘কৃষি প্রযুক্তি পার্ক’ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ ফেব্র“য়ারি) বিকেলে কৃষি প্রযুক্তি পার্কের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, স্মার্ট ফকিরহাট বিনির্মাণে উপজেলার ২২ হাজার ৩০০ কৃষককে স্মার্ট কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি, ফসল উৎপাদনে আধুনিকায়ন করে স্মার্ট কৃষক হিসেবে গড়ে তুলতে এ পার্ক বিশেষ সহায়তা করবে। প্রযুক্তিগুলো দেখে কৃষকেরা হাতে কলমে স্মার্ট কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে সক্ষম হবেন। ফলে ফকিরহাটের মাঠ পর্যায়ে স্মার্ট কৃষি প্রযুক্তি দ্রুত সম্প্রসারণ হবে বলে জানা গেছে।
<<আরও পড়তে পারেন>> স্কোয়াশ চাষে সফল কৃষক মাহবুব
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখওয়াত হোসেন বলেন, কৃষি প্রযুক্তি পার্ক গতানুগতিক চাষাবাদ পদ্ধতির বদলে লগসই ও আধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ে অধিক ফলন ফলানোর প্রশিক্ষণ ও গবেষনার কাজে ব্যবহৃত হবে।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এ পার্কের মাধ্যমে স্মার্ট ফকিরহাটে স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকেরা উচ্চমূল্যের বিভিন্ন ফসল ও সবজি উৎপাদন করে লাভবান হবেন। এ পার্কে ইতোমধ্যে স্কোয়াস, কাসাবা, জাপানী আখ, কালো ফিলিপাইন আখ, ক্যারোটিনা, ক্যাপসিক্যাম, রঙিন ফুলকপি, রঙিন মিষ্টি আলু, রকমেলন, জি—১৯ কলাসহ ৫২ ধরনের আধুনিক প্রযুক্তিতে চাষকৃত ফসল রয়েছে। কৃষক ও দর্শনার্থীরা ফসলের সাথে থাকা ট্যাগ পড়ে এগুলোর পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি ধারণা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মলি¬ক আবুল কালাম আজাদ সাহেব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, কৃষকগণ ও বিপুল সংখ্যক দর্শনার্থী।