কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহীম প্রামাণিকের ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্থানীয় এক যুবকের সঙ্গে রাজুর বাগবিতণ্ডা হয়। এ নিয়ে ওই যুবক রাজুর ওপর ক্ষিপ্ত ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এক যুবক। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যায়নি। রাতে গুলি করে হত্যার খবর শুনতে পান স্বজনরা।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, ‘বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন রাজু। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘রাজুর শরীরে গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘মাঠ থেকে খেসারির ডাল তোলার কথা বলে রাজুকে ডেকে নেয় এক যুবক। এরপর গুলি করে হত্যা করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।’