কুষ্টিয়া প্রতিনিধি : ট্রাকের ধাক্কায় কুষ্টিয়ার ভেড়ামারায় সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন নামে দুই মোটরসাইকেল আরোহী প্রান হারিয়েছেন। তারা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)। তারা দু’জনেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ শনিবার সকালে উপজেলার বারমাইল বাহিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকো যোগে ঈশ্বরদী যাচ্ছিলেন। তারা বাহিরচর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যান এবং শারমিন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে থাকলে পথে তিনিও মারা যান। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিন্টু ও শারমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া