নিজস্ব প্রতিবেদক : যশোরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়েও পারলো না সন্ত্রাসী মনিরুল ইসলাম নিরব। কুকুরের কামড়ে ধরা দিতে হলো তাকে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে নিরবের সহযোগী আরেক সন্ত্রাসী নিশানকে আটক করতে পারেনি পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম নিরব ষষ্ঠীতলা পাড়ার আব্দুল খালেকের ছেলে ও শংকরপুর আশ্রম রোডের চিহ্নিত সন্ত্রাসী কামাল হোসেন তুহিনকে হত্যাচেষ্টা মামলার আসামি। পলাতক নিশান ষষ্ঠীতলা বসন্ত কুমার রোডের ফরিদ নাইট গার্ডের ছেলে।
যশোর কোতোয়ালি থানার এসআই জয়ন্ত কুমার সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রেল বাজারের নুরুজ্জামানের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। পুুলিশের উপস্থিতি টের পেয়ে নিরব ও নিশান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে রাস্তায় থাকা কুকুর নিরবকে কামড় ধরে। নিরব এসময় মাটিয়ে পড়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কিন্তু নিরবের সহযোগী নিশান পালিয়ে চলে যায়। রোববার আদালতের মাধ্যমে মনিরুল ইসলাম নিরবকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ১৭ মে শহরের আশ্রম রোডে আধিপত্য বিস্তার নিয়ে কামাল হোসেন তুহিনদের সাথে অপর একটি সন্ত্রাসী গ্রুপের হামলা পাল্টা হামলা এবং বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার মামলায়ও মনিরুল ইসলাম নিরব আসামি রয়েছে।