সমাজের কথা ডেস্ক : ‘কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম বড় কারণ তথ্যপ্রযুক্তির অবাধ ও অপব্যবহার। শুধু আইন প্রয়োগ নয় এটির প্রবণতা কমিয়ে আনতে দরকার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধি এবং সামাজিক ও পারিবারিক সচেতনতা’। ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া চিটাগং ইউনিভার্সিটি অ্যারাবিক ডিবেটিং ক্লাবের (সিইউএডিসি) কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ওসমান মেহেদী।
তিনি বলেন, ‘জুনিয়র—সিনিয়র বিরোধ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার, পারিবারিক বন্ধনের শিথিলতা, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিশোর অপরাধের মাত্রা বেড়েই চলছে। এ থেকে সবাইকে মুক্ত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে সতর্ক ও সচেতন থাকতে হবে।’
<< আরও পড়ুন >> শেখ রাসেলের জন্মদিন পালনে মাউশির নির্দেশনা
এ সময় বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘আধুনিক বিশ্বে তথ্যপ্রযুক্তি ছাড়া চলা সম্ভব নয়। তবে এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। সঠিক সময়ে সঠিকভাবে এটিকে ব্যবহার করতে হবে। নয়তো তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও এর অপরাধ বাড়তেই থাকবে।’
তিনি আরও বলেন, ‘এর থেকে পরিত্রাণের জন্য আমাদের ধার্মিকতা নৈতিকতার সঙ্গে পরিচিত হতে হবে। পাশাপাশি প্রচলিত নারী, শিশু ও কিশোর অপরাধ আইনের মাধ্যমে কঠোর পদক্ষেপ নিতে হবে।’