সমাজের কথা ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।
আজ সোমবার বিকেলে ভৈরব রেলস্টেশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কাজ চলছে।
এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের পেছনে মালবাহী ট্রেনটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘এগারোসিন্ধুর যখন ঢাকার দিকে যাচ্ছিল তখন এটার পেছনের অংশে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। সেখানে একটা সাইড কলিশন হয়েছে, যার ফলে হতাহত হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে।’