সমাজের কথা ডেস্ক : পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগের দিন দুই নির্বাচনী কার্যালয়ের পাশে বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ৭ ফেব্রুয়ারি দুপুরে দেশটির বেলুচিস্তানের দুই শহরে পরপর এ দুই বোমা হামলা হয়। ঘটনা দুটিতে আহত হয়েছেন বহু মানুষ।
<<আরও পড়তে পারেন>> পিছিয়ে যেতে পারে পাকিস্তানের নির্বাচন
দ্য ডনের খবরে বলা হয়, প্রথম বিস্ফোরণ হয় পিশিনে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী আসফান্দ্যার কাকারের নির্বাচনী কার্যালয়ের পাশে। এ ি বস্ফোরণে ১৪ জন নিহত হন ও ৩০ জন আহত হন বলে জানিয়েছেন পিশিনের জেলা প্রশাসক জুম্মা দাদ খান।
উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনে অংশ নিতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী, কারাবন্দী ইমরান খান। তার স্ত্রী এবং বোনও নির্বাচনে অংশ নিতে পারেননি।