সমাজের কথা ডেস্ক : আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। সকাল ১১টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। যেকোনও পদ্ধতিতে স্ব-স্ব প্রতিষ্ঠানের ফল ডাউনলোড করা যাবে।
বিগত বছরগুলোতে কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে ফল প্রকাশ করা হলেও এবার শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবার কোনও আনুষ্ঠানিকতা হবে না। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা ফল প্রকাশ করবেন।
প্রসঙ্গত, বিগত বছরগুলোতে রেওয়াজ অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিতেন। এরপর বিকালে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল তুলে ধরতেন। এবার শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।