নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ : কালীগঞ্জ মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে ফলক উন্মোচন করে অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারম্নল আজীম আনার।
এ উপলক্ষে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, মোচিক চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ও জেলা পরিষদ সদস্যা আনোয়ারা খাতুন। অনুষ্টানের শুরম্নতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন টিপু।
মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সভায় আরো বক্তব্য রাখেন, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরম্ন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও বেলাট দৌলৎপুর দাখিল মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি ফলক উন্মোচন করে অফিসের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারম্নক হোসেন ও সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাসহ উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল ও মাদরাসার প্রধান শিক্ষকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।