নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ : “চলো এক সাথে মাতি উলস্নাসে, এসো মিলি স্বেচ্ছাসেবী বন্ধনে” স্লোগানে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দ্বিতীয় মিলন মেলা অনুষ্ঠি তহয়েছে। শনিবার (২১ জানুয়ারী) দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয় মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারম্নল আজীম আনার। মিলন মেলায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক বিএম সাইদুজ্জামান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসাার শেখ মামুনুর রশিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ কালীগঞ্জে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা। কালীগঞ্জ উপজেলায় যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কাজ করেন তাদের নিয়ে এই মিলন মেলা। এবারের মিলন মেলায় ২০ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩ শতাধিকসদস্য অংশ নেন।