৭ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
কালীগঞ্জে শশুরবাড়ি এসে ট্রেনে কেটে জামাই নিহত
কালীগঞ্জে শশুরবাড়ি এসে ট্রেনে কেটে জামাই নিহত

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জে শশুর বাড়ি বেড়াতে এসে ট্রেনে কেটে নিহত হয়েছে মানিক মিয়া (৪৬) নামে এক গার্মেন্টস শ্রমিক। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সুন্দরপুর স্টেশনের অদুরে খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান তিনি। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে । তিনি শুক্রবার শশুর বাড়ি কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শশুরালয়ে বেড়াতে আসেন।


ঐ গ্রামের আমিরুল ইসলাম জানান, চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের (৪৮) সাথে গত তিন মাস আগে বিয়ে হয় মানিকের। এটা তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পাশ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শশুরবাড়ি থেকে বের হন মানিক। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। তবে তিনি আত্মহত্যা করেছে না অন্য কোন কারণে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন তা জানা যায়নি।


কালীগঞ্জ থানার পলিশ এসআই প্রকাশ কুমার জানান, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ায় মরদেহ রেলওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তার কাছে থাকা ২৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। যা তার পারবারের কাছে হস্তান্তর করা হবে।
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার শোভন রায় ঘটনার সত্যতা স্বীকার করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram