নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা (বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯ টায় কালীগঞ্জ শহেরর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল¬াহ হাবিব, কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল¬া, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক আব্দুল আলিম, কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য্য, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধরী, ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু, জামাল ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উদ্বোধনী খেলায় ১নং সুন্দরপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও জামাল ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলা ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সুন্দরপুর ইউনিয়ন একাদশ ৮-৭ গোলের ব্যবধানে জামাল ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। একই দিন দ্বিতীয় খেলায় কোলা ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে শিমলা রোকনপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। দিনের অপর খেলায় ত্রিলোচনপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে মালিয়াট ইউনিয়নকে পারজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।