নয়ন খন্দকার, কালীগঞ্জ : হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধমীর্য় উৎসব শারদীয়া দুর্গাপূজা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। চলতি বছর কালীগঞ্জে মোট ৯৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর উপজেলায় ৮৭ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল।
চলতি বছর বাড়তি ১১ টি মণ্ডপে হবে পূজা বলে জানাগেছে। ইতিমধ্যে এসব মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে প্রতিমার রংসহ সাজসজ্জার কাজ।
কালীগঞ্জ থানা সূত্রে জানাগেছে, পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নের ৯৮ টি পূজা মণ্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এরমধ্যে পৌরসভায় ২০টি, সুন্দরপুর ইউনিয়নে ৫টি, জামাল ইউনিয়নে ৭টি, কোলা ইউনিয়নে ১৪টি, নিয়ামতপুর ইউনিয়নে ৭টি, শিমলা—রোকনপুর ইউনিয়নে ২টি, ত্রিলোচনপুর ইউনিয়নে ৭টি, রায়গ্রাম ইউনিয়নে ৭টি, মালিয়াট ইউনিয়নে ৯টি, বারোবাজার ইউনিয়নে ২টি, কাষ্টভাঙ্গা ইউনিয়নে ১১টি ও রাখালগাছি ইউনিয়নে ১টি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খা জানান, চলতি বছর ৯৮ টি পূজামণ্ডপে দুগার্পূজা অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে তালিকা জেলা প্রশাসক, থানা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিয়েছি। তবে পূজামণ্ডপের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান।
কালীগঞ্জ থানার অফিসার—ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, এ পর্যন্ত পাওয়া তথ্যমতে মোট ৯৮ টি পূজামণ্ডপে দুর্গাপূজা হতে যাচ্ছে। তবে আরো ৩টি মণ্ডপে বাড়তে পারে বলে জানতে পেরেছি। তারা বাইরে থেকে প্রতিমা কিনে এনে পূজা করবেন। তিনি আরো জানান, চলতি বছর প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। তিনি আরো জানান, উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের সব পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। তাছাড়াও আরও কয়েকটি মণ্ডপেও সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে।