নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে একটি কালভার্ট নির্মাণে রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশ। এ কারণে নির্মাণের এক মাসের মধ্যে এটি ভেঙে পড়েছে। কালভার্টটি ভেঙে পড়ায় যাতায়াতে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৬ লাখ ৯৮ হাজার ৯৫০ টাকা ব্যয়ে মধুরগাতী জলিল মোল্যার বাড়ি থেকে আরজি পর্যন্ত ৫০০ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি নির্মাণ করা হয়। কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রাসেল এন্টারপ্রাইজ।
মধুরগাতী গ্রামের বাসিন্দা জলিল মোল্যা বলেন, ‘নি¤্নমানের ইট দিয়ে কোনোরকম দায়সারা কাজ করেছেন ঠিকাদার। রাস্তার দুপাশে মাটি দেওয়া হয়নি। এ বিষয়ে ঠিকাদারকে একাধিকবার বললেও আমাদের কথা শোনেননি। পরে ভেঙে পড়লে দেখা যায় রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে।’
স্থানীয় বাসিন্দা মো. আলমগীর বলেন, ‘কালভার্ট নির্মাণে যখন বাঁশ দেওয়া হচ্ছিল তখন আমরা নিষেধ করেছিলাম। তখন ঠিকাদার বলেছিলেন, বাঁশ দেওয়া শিডিউলে রয়েছে।’
কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ এনে বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক বলেন, নি¤্নমানের ইট ব্যবহার করা হয়েছে। রাস্তার দুই পাশে মাটি দেওয়া হয়নি। রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছে। বিষয়টি আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলেছি। আমি এ দুর্নীতিবাজ ঠিকাদারের শাস্তি দাবি করি।’
জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স রাসেল এন্টারপ্রাইজের মালিক রাসেল বলেন, ভারী যানবাহন চলাচলের কারণে কালভার্টটি ভেঙে গেছে।
এ বিষয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘বিষয়টি শুনে আমি রাস্তার কাজ পরিদর্শন করেছি। সেন্টারিং করার সময় এটা করেছে। কালভার্টের কাজ পুনরায় সঠিকভাবে করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলেছি। দ্রুত নতুন করে কাজটি করা হবে।’