ক্রীড়া ডেস্ক : আজ শেষ হতেম যাচ্ছে ঘটনাবহুল কাতার বিশ্বকাপ। নানা আলোচনা থাকলেও খেলার মাঠের প্রতিদ্বন্দ্বিতা আর আয়োজকদের আšত্মরিকতায় সফল সমাপ্তিই ঘটতে যাচ্ছে মরুর দেশে আয়োজিত বিশ্ব ফুটবলের এই আয়োজন।
বাংলাদেশ সময় আজ রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফির জন্য মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। কাতার বিশ্বকাপকে ভিন্ন মাত্রা দিয়েছিল সৌদির কাছে আর্জেন্টিনার হার। যেই হারকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবেই আখ্যায়িত করা হয়েছিল। তবে ঐ জয়ের পর সৌদির কোচ বলেছিলেন, ‘এই আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হতে পারে।’ তার সেই মন্তব্য সত্যি হওয়ার শেষ পর্যায়ে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মেসির আর্জেন্টিনই খেলছে ফাইনালে। আর
গোটা বিশ্ব জুড়েই প্রত্যাশা মেসির হাতেই যেন ওঠে এবারের বিশ্বকাপের ট্রফি। যদিও বিশ্লেষকের দৃষ্টি ও ফুটবলীয় শক্তিতে ফ্রান্স খানিকটা এগিয়ে অনেক । আবার
২০১৮ সালে বিশ্বকাপে ফ্রান্স অপরাজিত থাকলেও এই বিশ্বকাপে তারা হারের তেতো স্বাদ পেয়েছে। গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে হেরে যায় ফ্রান্স। সেই হার যে শুধু পরীক্ষার কারণেই হয়েছিল সেটা দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডকে দোর্দন্ড প্রতাপে হারিয়ে প্রমাণও করে তারা। তবে ফ্রান্সের পরের দুই প্রতিপক্ষই ছিল জটিল ।
কোয়ার্টারে একবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড আর সেমিতে এই বিশ্বকাপে আলোচিত নাম মরক্কো। দুই দলের বিরম্নদ্ধেই ৯০ মিনিটের মধ্যে জয় তুলে নেয় ফ্রান্স। যেখানে স্ক্যালোনীর আর্জেন্টিনাকে কোয়ার্টারের বাধা পার হতে হয় টাইব্রেকারে। তবে সবকিছুর উর্ধে আজকের ম্যাচ। আজ যারা ভাল খেলবেন তাদের হাতেই শোভা পাবে কাতার বিশ্বকাপ।