হাম্মাম ইবনে হারেস থেকে বর্ণিত— তিনি মিকদাদ রা: থেকে বর্ণনা করেছেন, এক ব্যক্তি উসমান রা:—এর সামনেই তাঁর প্রশংসা শুরু করলে মিকদাদ হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়িয়ে তার মুখে কাঁকর ছিটাতে শুরু করলেন।
তখন উসমান তাঁকে বললেন, ‘কী ব্যাপার তোমার?’ তিনি বললেন, ‘রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তোমরা (মুখোমুখি) প্রশংসাকারীদের দেখলে তাদের মুখে ধুলো ছিটিয়ে দিয়ো।’
—মুসলিম, তিরমিজি—২৩৯৩, আবু দাউদ—৪৮৯৪, ইবনে মাজাহ—৩৭৪২, রিয়াদুস সালেহিন—১৭৯৯