৩রা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি মেলা

নড়াইল প্রতিনিধি : দক্ষ বেকার যুবক—যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নড়াইলের আয়োজনে এবং স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগামের সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। চাকরি মেলা উপলক্ষে টিটিসি চত্বরে বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রাণী মজুমদার, বিসিকের উপ—ব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেন, জেলা তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মনিরুল বাসার, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সেটেক্টরগণ। স্বাগত বক্তৃতা করেন নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, জেলায় প্রথম অনুষ্ঠিত হওয়া এ চাকরি মেলায় আকিজ গ্রুপ, আরএফএল, বিডি জবস, টিকে গ্রুপ, আয়েশা আবেদ ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৫টি স্টলে কম্পিউটার, গ্রাফিক্স, ড্রাইভিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সুইং মেশিন অপারেটর, বিদেশগামী নারীদের হাউজকিপিং, অটোমোবাইলস, প্লাবিং উইথ পাইপ ফিটিংস ট্রেডসহ বিভিন্ন ট্রেডে চাকরির জন্য ১হাজার ২শ’ এর অধিক বায়োডাটা জমা পড়েছে। এসব বােয়োডাটা যাচাই—বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে পাঁচশতাধিক বেকারকে চাকরি প্রদান করা হবে।

নড়াইল টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী বলেন, এ প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করে বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগামের আওতায় প্রশিক্ষণ নেয়া মোট জনশক্তির ৭৩শতাংশ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। বিভিন্ন প্রশিক্ষণে বেকার যুবক—যুবতীদের আগ্রহী করে তুলতে প্রশিক্ষণ গ্রহণকারীকে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়ে থাকে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram