সমাজের কথা ডেস্ক : সদ্য শেষ হয়েছে বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। গত ১৪ মে শুরু হওয়ার পর শনিবার (২৫ মে) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নেমেছে উৎসবটির। এবারের আসরে চমক দেখিয়েছে ভারত। দেশটির ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিটি জিতেছে মূল প্রতিযোগিতা বিভাগের গ্রাঁ প্রিঁ পুরস্কার। এটি নির্মাণ করেছেন পায়েল কাপাডিয়া। এর মাধ্যমে ৩০ বছর পর কানের মূল প্রতিযোগিতা বিভাগে ভারতের জায়গা করে নেওয়া এবং পুরস্কার জেতার ইতিহাস সৃষ্টি হলো। এছাড়া উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ ছবির জন্য তিনি পুরস্কৃত হয়েছেন।
এই অর্জনে ভরা আসর শেষে কান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। বিজয়ীদের শুভেচ্ছা-ভালোবাসা জানিয়েছেন। তবে সেই সঙ্গে একটি বিষয়ে খোঁচা দিয়েছেন বিভিন্ন ব্র্যান্ডকে। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী লিখেছেন, ‘কান মূলত চলচ্চিত্রের উৎসব। যেখানে শিল্পের জন্যই শিল্পের উদযাপন হয়। কিছু প্রতিষ্ঠান এই উৎসবে এমন সব মানুষের পেছনে টাকা ঢালে, সিনেমার জন্য যাদের কিছুই করার নেই! আশা করি এর পরিবর্তে ছোট ও স্বাধীন নির্মাতাদের সহযোগিতায় এগিয়ে আসবে ওই প্রতিষ্ঠানগুলো।’
স্বদেশি বিজয়ীদের ছবিও শেয়ার করেছেন হুমা। তাদের উদ্দেশে বলেছেন, ‘যেসব নারী আমাদের দেশের জন্য গৌরব বয়ে আনছেন, তাদের নিয়ে আমি সত্যিই খুব গর্বিত। তারা আরও এগিয়ে যাক।’
কান উৎসবের সঙ্গে হুমা কুরেশির সংযোগ বেশ পুরনো। ২০১২ সালে তার প্রথম সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’র প্রিমিয়ার হয়েছিল কানে। দু’বছর আগে সেই যাত্রার এক দশক পূর্ণ হয়েছিল। তখন এক বার্তায় হুমা বলেছিলেন, ‘১০ বছর আগে, ঠিক এই দিনে আমার প্রথম ছবি, প্রথমবার নিজেকে বড় পর্দায় দেখা এবং আমার প্রথম কান সফর। এটা আমার জন্য অবিস্মরণীয় একটা দিন।’
প্রসঙ্গত, হুমাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে মার্চে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘মহারানি’র তৃতীয় সিজনে। এই সিরিজের নাম ভূমিকায় আছেন তিনি। বর্তমানে তার হাতে আছে ‘পূজা মেরি জান’ ও ‘গুলাবি’ নামের দুটি ছবি।
সূত্র: পিঙ্কভিলা