সমাজের কথা ডেস্ক : বিশ্বের অন্যতম ছোট দেশগুলোর একটি কাতারে হচ্ছে এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ । বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া ইভেন্ট উপভোগ করতে বিশ্বের লাখ লাখ ফুটবল ভক্ত এখন এই দেশটিতে।
কাতার জাঁকজমক আয়োজনে মাতিয়ে রেখেছে দর্শক ও পর্যটকদের। সেই সাথে তারা প্রচার করছে ইসলামও । বিশ্বকাপ আয়োজনের সুবিধা কাজে লাগিয়ে কাতার ইসলাম সম্পর্কেও প্রচার করছে। হাজার হাজার অমুসলিম দর্শনার্থী ইসলাম সম্পর্কে জানছেও।
বার্তাসংস্থা এএফপি ৪ ডিসেম্বর এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে । প্রতিবেদনে বার্তাসংস্থা টি বলেছে, গর্বিত মুসলিম দেশ কাতার, ইসলাম সম্পর্কে মন পরিবর্তন করতে বা এমনকি ধর্মান্তরিত করার জন্য কয়েক হাজার দর্শনার্থীর কাছে পৌঁছানোর জন্য বিশ্বকাপকে কাজে লাগিয়েছে ।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এই দেশটি হলো প্রথম কোনও মুসলিম দেশ যারা ফুটবল বিশ্বকাপের মতো বিশাল ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে। আর এই আয়োজন উপভোগ করতে বিশ্বের লাখ লাখ ফুটবল ভক্ত মধ্যপাচ্যের এই ধনী দেশটিতে এসেছেন। তাদের মধ্যে অমুসলিম দর্শকদের কাছে ইসলামকে পরিচিত করিয়ে দিচ্ছে কাতার।