সাইফুল ইসলাম : ডিজিটাল টুলসের মাধ্যমে শিক্ষা প্রদানের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণকৃত ল্যাপটপ, প্রজেক্টর মডেম ও সিম শিক্ষার্থীদের কোন কাজে আসেনি। নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেক বিদ্যলয়ে এসব উপকরণ ব্যবহারই হয়নি। কেউ কেউ ব্যবহার করলেও তা ছাত্রদের শিক্ষার পরিবর্তে অফিসিয়াল কাজে লেগেছে। কোন কোন বিদ্যালয়ের শিক্ষকরা এসব সরঞ্জামাদি বিক্রিও করে দিয়েছেন। এরপরেও সব প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জামাদি বিতরণের নতুন প্রকল্প চালু হয়েছে। শিগগির ওই সব প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ করবে জেলা শিক্ষা অফিস।
যশোর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২৮৯ টি। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৩) আওতায় ২০ ১৮ সালে জেলার ১০৭০টি প্রতিষ্ঠানে ল্যাপটপ, ৮৬০টি প্রতিষ্ঠানে প্রজেক্টর ও ৯৩০ প্রতিষ্ঠানে মডেম ও রাউটার বিতরণ করা হয়।
এরমধ্যে চৌগাছা উপজেলায় ১৩৯ টি স্কুলের মধ্যে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর পায় ১৩৮ টি বিদ্যালয়, মডেম ও রাউটার পায় ৯৬টি। অভয়নগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১৭ টি ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে ৮৭ টি বিদ্যালয়ে, মডেম ও রাউটার পেয়েছে ৭৭ টি বিদ্যালয়। কেশবপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫৮ টিএরমধ্যে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর পেয়েছে ১৪৫ টি বিদ্যালয়ে, মডেম ও রাউটার পেয়েছে ৯৭ টি বিদ্যালয়।
সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ২৫০ টি ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, মডেম ও রাউটার পেয়েছে ২২১ টি বিদ্যালয়। মণিরামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ২৬৭ টি ল্যাপটপ ৮৯ টি বিদ্যালয়, মাল্টিমিডিয়া প্রজেক্টর ৩১ টি বিদ্যালয়ে, মডেম ও রাউটার পেয়েছে ১৬৮ টি বিদ্যালয়ে। বাঘারপাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১০২ টি ল্যাপটপ ৮৯ টি বিদ্যালয়ে, মাল্টিমিডিয়া প্রজেক্টর ৬৪ টি বিদ্যালয়ে, মডেম ও রাউটার পেয়েছে ৬৯ টি বিদ্যালয়।
শার্শা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১২৫ টি ল্যাপটপ ১২০ টি বিদ্যালয়ে, মাল্টিমিডিয়া প্রজেক্টর ৭৯ টি বিদ্যালয়, মডেম ও রাউটার পেয়েছে ৮৬ টি বিদ্যালয়। ঝিকরগাছা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১৩১ টি, ল্যাপটপ ১০২ টি বিদ্যালয়, মাল্টিমিডিয়া প্রজেক্টর ৯৫ টি বিদ্যালয়, মডেম ও রাউটার পেয়েছে ১১৬ টি বিদ্যালয়।
এসব ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হলেও সকল শিক্ষকের প্রশিক্ষক দেওয়া হয়নি। অনেক বিদ্যালয়ে ল্যাপটপ রাখার নিরাপদ ব্যবস্থা না থাকায় শিক্ষকদের বাড়িতে রাখা হয়। মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার মত স্থান অধিকাংশ বিদ্যালয়ে নেই। যে কারণে এমন অনেক ল্যাপটপ আছে যেগুলো কোন দিনও ব্যবহারই করা হয়নি।
আলমারিতে থেকেই নষ্ট হয়ে গেছে। ল্যাপটপ ব্যবহারে দক্ষ শিক্ষক না থাকায় এ অবস্থা হয়েছে বলে দাবি অনেকের। কোন কোন স্থানে প্রধান শিক্ষক নিজের ক্ষমতা জাহির করতে বাক্সবন্দী করে রাখেন ল্যাপটপ। সেগুলো অব্যবহৃত থেকে গেছে। তবে কিছু কিছু প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস হয়েছে এবং এখনো হচ্ছে।
সরকারি এসব সরঞ্জামাদি ব্যবহার হচ্ছে কিনা জানতে চাইলে চৌগাছা উপজেলার রানিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশরাফুন্নেছা বলেন, আমাদের বিদ্যালয়ে যে ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন সরঞ্জামাদি আছে এগুলো আমরা বিদ্যালয়ের কাজে ব্যবহার করে থাকি। আর সরকারি কোনো বড় প্রোগ্রামে প্রজেক্টর ব্যবহার করা হয়।
নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা বেগম বলেন, আমরা এগুলো বিদ্যালয়ের বিভিন্ন কাজে ব্যবহার করি। আমাদের অতিরিক্ত রুম না থাকায় এসব ডিভাইসের সঠিক ব্যবহার সবসময় করতে পারি না।
এ বিষয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, সরকার ল্যাপটপ ও প্রজেক্টর ডিজিটাল কক্ষে পাঠ দান করার জন্য দিয়েছে এবং এই নির্দেশনা সকল বিদ্যালয়ে দেওয়া আছে। এটা যদি কেউ ব্যাবহার না করে তাহলে এটা তাদের কাজের গাফিলতি। গাফিলতির তথ্য পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কি পরিমাণ ল্যাপটপ নষ্ট অবস্থায় আছে অথবা অব্যহৃত অবস্থায় এর কোন তথ্য নেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসে। তাদের হাতে যা আছে তা হলো এসব উপকরণ করোনায় সময় ব্যাপক কাজে এসেছে। শিক্ষার্থী অনেক উপকৃত হয়েছে। এ বিবেচনায় সরকার নতুন করে ল্যাপটপ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ওইসকল উপকরণ যশোরে এসে পৌছেছে। শিক্ষা অফিস জানিয়েছে এবার সকল বিদ্যালয়ে ল্যাপটপ দেয়া হবে। আগে যারা পেয়েছে তারাও নতুন আর একটি পাবে।