নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সন্ধ্যা রাতে জনবহুল গাড়িখানার কসবা ফাঁড়ির সামনে তিন যুবককে ছুরিকাঘাত করেছে আর একদল যুবক। প্রত্যক্ষদর্শিরা জানায়, নদী বাংলা কাশেম টাওয়ারে এক নেতার অফিস থেকে বেরিয়ে তারা এ ঘটনা ঘটায়। পুলিশের উপস্থিতি দেখে হামলাকারী যুবকরা পালিয়ে যায়।
আহতরা হলেন, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার কামরুজ্জামানের ছেলে ও উপশহর ডিগ্রী কলেজের এইচএসসি বাণিজ্য বিভাগের ছাত্র সেতু(২২), একই এলাকার আক্তার হোসেনের ছেলে জেলা সাব রেজিষ্ট্রার অফিসের আউটসোসিং কর্মচারী অনু(২০) এবং শহরের ষষ্ঠতলা এলাকার ফরিদ হাওলাদারের ছেলে সোহেল রানা(২৫)। পথচারিরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রত্যেকের পায়ে ও হাতে একাধিক ছুরির আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতরা জানান, বৃহস্পতিবার রাতে আনোয়ার হোসেন বিপুলের অফিসে পূর্বের এক মেয়েলি বিষয় নিয়ে সালিশ হয়। সেই সালিশে কোন সমাধান হয়নি। পরে সেন্ট্রাল রোড এলাকার একটি গ্রুপ ও ষষ্ঠতলা এলাকার অপর একটি গ্রুপ বাড়িতে যাওয়ার উদেশ্যে বেরিয়ে আসে। এসময় দুই গ্রুপের লোকজন হঠাৎ করে একে অপরের উপরে হামলা চালায়। পরে আহতরা দৌড়ে পালালোর চেষ্ঠা করলে গাড়িখানা কসবা ফাঁড়ির সামনে দুবৃত্তরা পুলিশের সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
জরুরি বিভাগের ডা. বিচিত্র মল্লিক জানান, আহতদের রানে, হাতে ও নিতম্বে ১০/১২টিরও বেশি ছুরিকাঘাত করা হয়েছে। ব্যবস্থাপত্র দিয়ে আহতদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।