১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
কলেজে কলেজে নবীনবরণ

সমাজের কথা ডেস্ক: যশোরসহ বিভিন্ন স্থানে একাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম উপলক্ষে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেয়া হয়। কোথাও ওরিয়েন্টেশন কোথাওবা বরণ অনুষ্ঠানের আয়োজন হয়।

নিজস্ব প্রতিবেদক জানান, জেলার বিভিন্ন কলেজে ২০২৩—২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। রোববার থেকে এই শ্রেণি কার্যক্রম শুরু হয়। এ সময় বিভিন্ন কলেজে ওরিয়েন্টেশন বা আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেয়া হয়।

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে অনুষ্ঠানিকভাবে বরণ করে নেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা। একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক মহাসীন উদ্দীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর জিল¬ুল বারী, প্রফেসর রুহুল আমিন, সহযোগী অধ্যাপক মুকুল হায়দারসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মেহেদী হাসান। এ কলেজের ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে ৭২৫ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

সরকারি মহিলা কলেজেও ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক খান। একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর অলোক ব্যানার্জীর সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। একলেজে ২৭৯ ছাত্রীকে বরণ করে নেয়া হয়।

আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে শিক্ষাবর্ষের প্রথম দিনেই ওরিয়েন্টেশন হয়। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বিলাল হুসাইন, প্রভাষক জসিম উদ্দীন, প্রভাষক মনিরুজ্জামান, ছাত্র আহনাফ আনোয়ার প্রমুখ। এ কলেজের ৬০০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম। একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক নাসিরা পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রভাষক সাইফুদ্দিন, প্রভাষক সুব্রত প্রকাশ হালদার, প্রভাষক পবিত্র কুমার স্বর, প্রভাষক আব্দুস সামাদ প্রমুখ। কলেজটিতে এদিন ২৫০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

শিক্ষাবর্ষের প্রথম দিনে নবীনদেরকে বরণ করতে ওরিয়েন্টেশন হয় সদর উপজেলার হামিদপুর আল হেরা কলেজে। অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন। বক্তব্য দেন সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, নজরুল ইসলাম হান্না, স্বরেন্দ্রনাথ মণ্ডল। এছাড়া শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহরা, খাদিজা খাতুন ও প্রমি আক্তার জুঁই বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আশরাফ আলী।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান রোববার সকালে পাইকগাছা সরকারি কলেজের গণিরাম মিলনায়তন ও ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সভাপতিত্বে ফসিয়ার রহমান মহিলা কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি—সার্কেল) সাইফুল ইসলাম। বক্তব্য দেন এসএম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক এসএম হাফিজুর রহমান, প্রভাষক ইতি বৈরাগী ও শিক্ষার্থী তিশা।

অপরদিকে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক আছাবুর রহমান শিমুলের সঞ্চালনায় পাইকগাছা সরকারি কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী অধ্যাপক আমান উল্লাহ আমান, আ জ ম আব্দুল হাকিম, সত্য প্রিয় মিস্ত্রী, শহিদুল ইসলাম, ইলিয়াস হোসেন, প্রভাষক স্বপন ঘোষ, আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, লিলিমা খাতুন, লুৎফা ইসলাম, মাধুরী রানী মন্ডল, মাহবুবা নাজনীন ইরানী, আমেনা খাতুন, সুষ্মিতা সরকার, রুবাইয়া শারমিন হায়াত প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram