সমাজের কথা ডেস্ক : ভারতের কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ। সোমবার (১২ আগস্ট) সকালে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পদত্যাগের পর, সাংবাদিকদের ডা. সন্দীপ জানিয়েছেন, 'ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের শাস্তি আমিও চাই। কিন্তু আমাকে অপসারণে শিক্ষার্থীদের উসকানি দেওয়া হয়েছে। রাজ্যও চায় আমার পদত্যাগ। আশা করব শিক্ষার্থী ও জুনিয়র চিকিৎসকরা এখন কাজে ফিরবেন।’
এর আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ডা. সন্দীপ ঘোষকে কটূক্তি করেছিলেন। মর্মান্তিক এই ঘটনায় তার উদাসীন মনোভাবের সমালোচনা ও তার বরখাস্তের দাবি করেছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে কাজ করছিলেন ওই চিকিৎসক। শুক্রবার সকালে হাসপাতালের চার তলার সেমিনার হলে তাকে মরে পড়ে থাকতে দেখা যায়। এসময় হাসপাতালের চিকিৎসকরা তাকে হত্যার অভিযোগ তোলেন। তার নিরপেক্ষ ময়নাতদন্ত ও হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একই সঙ্গে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন।
ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সঞ্জয় রায় নামের এক স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এর পেছনে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আরজি কর নিয়ে কলকাতার প্রায় সব সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেই আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই আন্দোলনের প্রভাব পড়ছে জেলার কিছু কিছু সরকারি হাসপাতালেও।