১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ-খুন: ২৫ দেশের ১৩০ শহরে বিক্ষোভ
কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ-খুন: ২৫ দেশের ১৩০ শহরে বিক্ষোভ

সমাজের কথা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে। ২৫টি দেশের ১৩০টিরও বেশি শহরে আয়োজিত এই বিক্ষোভে তারা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবি জানান। সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে কলকাতা শহরের একটি হাসপাতালে একজন প্রশিক্ষণার্থী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারের দাবিতে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার সদস্য রোববার ২৫টি দেশের ১৩০টিরও বেশি শহরে বিক্ষোভ করেছেন বলে আয়োজকরা বলেছেন।
রয়টার্স বলছে, ইউরোপের বিভিন্ন দেশের শহরগুলোতে ছড়িয়ে পড়ার আগে জাপান, অস্ট্রেলিয়া, তাইওয়ান এবং সিঙ্গাপুরজুড়ে বৃহৎ এবং ছোট দলে এই বিক্ষোভ শুরু হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের ৬০টি শহরেও বিকোষাভের পরিকল্পনা করা হয়েছে।

কলকাতার আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন প্রতিবাদ করছে এবং রোববার বিভিন্ন দেশে অনুষ্ঠিত এই বিক্ষোভে তারা ভারতজুড়ে চলমান বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় আরজি কর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষের পাশাপাশি একজন সন্দেহভাজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

সুইডিশ রাজধানী স্টকহোমে অঅয়োজিত বিক্ষোভে প্রধানত কালো পোশাক পরিহিত নারীরা সার্জেলস টর্গ স্কোয়ারে জড়ো হন। এসময় তারা বাংলায় গান গাওয়ার পাশাপাশি ভারতীয় নারীদের বিরুদ্ধে অপরাধের জন্য জবাবদিহিতা এবং নিরাপত্তার দাবি জানান।
বিশ্বব্যাপী আয়োজিত প্রতিবাদের সংগঠক দীপ্তি জৈন বলেন, ‘ডিউটি ​​করার সময় একজন তরুণ প্রশিক্ষণার্থী ডাক্তারের বিরুদ্ধে সংঘটিত এই জঘন্য অপরাধের খবর নিছক নির্মমতা, বর্বরতা এবং মানব জীবনের অবহেলায় আমাদের প্রত্যেককে হতবাক এবং বিস্মিত করেছে।’

দীপ্তি জৈন এখন একজন ব্রিটিশ নাগরিক এবং তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক শিক্ষার্থী। গত মাসেও যুক্তরাজ্যে তিনি নারী ডাক্তারদের বিক্ষোভের আয়োজন করেছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram