নিজস্ব প্রতিবেদক : আসন্ন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু বলেছেন, কর্মসংস্থান সঙ্কট আমাদের সমাজের বড় একটি সমস্যা। বিশেষ করে পড়াশোনা শেষ করে অনেক যুবক চাকরির আশায় বেকার বসে থাকেন। যশোর সদর উপজেলা অনেক বড় এলাকা। এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে।
তিনি ব্আলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে ফিল্যান্সিং এর ব্যবস্থা করবো এবং কারিগরি শিক্ষায় জোর দিবো। আমার সদর উপজেলায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে কথা বলে তাদের বিভিন্ন কারখানা এখানে প্রতিষ্ঠা করার জন্য বলবো। এতে করে অনেক কর্মসংস্থানে সৃষ্টি হবে বলে আমি মনে করি। পরিশেষে বলতে চাই আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে যশোর সদর উপজেলাকে কর্মসংস্থান সৃষ্টিকরে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।
মঙ্গলবার যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মোলস্না, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মোলস্না, অর্থ সম্পাদক আসীম পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক সামাদ বিশ্বাস, ইউপি সদস্য ইমরান হোসেন মিলন, শওকত জাহান সুপ্ত, আতিয়ার রহমান খান, কাদের মোলস্না, মাকিবুর রহমান, দবির হোসেন, মুজিবুর রহমান, মহিলা নেত্রী ফিরোজা বেগম, যুবলীগ নেতা নজরম্নল ইসলাম, শেখ ফারম্নক, কামাল, হাসিব আহমেদ ইমন, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাকিব খান, আতিক আজাদ তপু, শিবলি, শাকিল প্রমুখ।