বিএম মিলন,কুয়াদা (যশোর) প্রতিনিধি : জনপ্রিয় ও সহজলভ্য ফল কমলা ও কমলা। কমলা ও মাল্টা চাষের প্রতি কৃষকদের আগ্রহও ততটাই বাড়ছে। এই কমলা চাষে অল্প সময়ের মধ্যেই সফলতা পাচ্ছে চাষিরা।
যশোরের কুয়াদায় মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামে মাস্টার আতিয়ার রহমান চায়না কমলা ও হলুদ মালটা চাষ করে সফলতা পেয়েছেন। নিজের জমিতে বিভিন্ন জাতের মাল্টা, পেয়ারা, কমলা, দার্জিলিং কমলা, বারো মাসি আম সহ বিভিন্ন ফলের চারা রোপন করে ২ বিঘা জমিতে গড়ে তুলেছেন তার এই শখের বাগান । তার বাগানে থাকা প্রত্যেক গাছেই ঝুলছে থোকায় থোকায় কমলা। আর এই চারা ও ফল চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
ফলের পাশাপাশি তিনি গাছের চারাও বিক্রি করছেন। গাছ বিক্রি হচ্ছে ১৫০-৩০০ টাকায়। তিনি দেশের বেকার যুবকদের মালটাও চায়না কমলা চাষ করার জন্য পরামর্শ দিচ্ছেন। কেউ যদি মালটা চাষ করতে ইচ্ছুক হলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।