সমাজের কথা ডেস্ক : কমতে কমতে আবার বাড়ছে সোনার দাম। দেশের বাজারে আবারও লাখ টাকা ছাড়াল সোনার দাম। ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে, ১১ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ায় বাজুস। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে ৯৯ হাজার ৩৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
<< আরও পড়ুন >> সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায় : পরিকল্পনামন্ত্রী
গত ৪ অক্টোবর প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে, ৩০ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের সোনা দাম ভরি প্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ৭৪৯ টাকা কমায় বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৯৮ হাজার ২১১ টাকায়।
এছাড়া দেশে প্রথমবারের মতো রেকর্ড দাম বৃদ্ধির পর গত ১৭ আগস্ট ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়।