নিজস্ব প্রতিবেদক : যশোর সাহিত্য পরিষদের আয়োজনে ‘ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিলাম’ ছড়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে।
গতকাল শনিবার সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক এবং কবি রিমন খাঁনের ছড়া গ্রন্থের মোড়ক উন্মোচন করেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত।
অনুষ্ঠানে সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক শাহিন ইকবালের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, সংস্কৃতি জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাস, যশোর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু এবং জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপংকর দাস রতন।
এ সময় উপস্থিত ছিলেন, কবি সাধন কুমার দাস, কবি কাসেদুজ্জামান সেলিম, কবি নান্নু মাহবুব, কবি ড. শাহানাজ পারভীন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দা বানু শিল্পী, ছড়াকারের সহধর্মিনী রিনি খাঁন এবং থিয়েটার ক্যানভাসের সম্পাদক কামরম্নল হাসান রিপন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন যশোর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাজেদ নওয়াজ।
অমর একুশে বই মেলা ২০২৩ এ ঢাকা সময়চিহ্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ছড়াগ্রন্থ ‘ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিলাম’। বই এর প্রচ্ছদ করেছেন কামরুজ্জামান আজাদ।