সমাজের কথা ডেস্ক : আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। ৯ ডিসেম্বর রাত ১০টার দিকে বালুখালী ক্যাম্পের ৪৯ নং ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সলিম উল্লাহ (৩৩)। তিনি বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-২৪ ব্লকের মোহাম্মদ নুর ইউনুসের ছেলে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার রাতে ক্যাম্প-৮ ইস্টের হেড মাঝি মোহাম্মদ রফিককে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা তার বাড়ি ঘেরাও করে।
খবর দেয়া হলে ৮ এপিবিএনের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু পক্ষের মধ্যে ৭৩ রাউন্ড গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়।