নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে যশোর জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ছিল, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল। সভায় প্রধান বক্তা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রোববার দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান বক্তা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, বঙ্গবন্ধু দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছিলেন। আর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে শান্তি ও স্বস্তি এনে দিয়েছেন। দেশ যখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, তখনই একটি চক্র ষড়যন্ত্র করতে মাথাচাড়া দিয়ে উঠে। বঙ্গবন্ধু আমাদের মুক্তি দিয়েছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন।
তিনি আরও বলেন, বিএনপি—জামাত গভীর ষড়যন্ত্র করছে বাংলাদেশের উন্নয়নকে রুখতে। তারা বিদেশের কাছে বাংলাদেশের নামে মিথ্যাচার করছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হতে হবে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু বঙ্গবন্ধু চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আছেন, থাকবেন। আমাদের সকল দুর্যোগে, সংকটে বঙ্গবন্ধু আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখ কষ্টে পথ দেখানোর একমাত্র বাতিঘর। যিনি আমাদের অবিরাম পথ দেখিয়ে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, আজকে বঙ্গবন্ধু নেই। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবিরাম লড়াই করে যাবো। আজকের দিনে আমাদের অঙ্গীকার ‘উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ গঠনে শেখ হাসিনার নেতৃত্বে অভিযাত্রা অব্যাহত রাখব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল হক, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনুর রশিদ, উপদেষ্টামন্ডলীর সদস্য মোবাশ্বের হোসেন বাবু, সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও সামির ইসলাম পিয়াস, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন, পৌর কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, সাবেক ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, যুবলীগ নেতা কেরামত আলী, ছাত্রলীগের সহ—সভাপতি আব্দুল রউফ পিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রনেতা মেহেদী হাসান রনি প্রমুখ।