কেশবপুর (যশোর) প্রতিনিধি : ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। আর এজন্য দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল সন্ধ্যায় সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরো বলেন, শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সবার আগে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একাত্তরের মতো যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের অপশক্তিকে রুখে দিয়ে ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনা যখন ২০০৮ সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। কিন্তু শেখ হাসিনা সেই বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনা আবার স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা আবার বিজয়ী হয়ে সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবেন।
সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন দফাদারের সভাপতিত্বে পৌরসভার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফজ, সহদপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ এবং সদস্য মশিয়ার দফাদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শামছূন্নাহার লিলি, যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টিটো, যুগ্ম-আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, আমজাদ হোসেন প্রমুখ।
পরে সংসদ সদস্য শাহীন চাকলাদার বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।