বিশেষ প্রতিনিধি : রোববার যশোর কালেক্টরেট ভবনে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাজুড়ে সমালোচিত হয়েছেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান। বাড়িতে ডেকে এক প্রধান শিক্ষককে নির্যাতন করে সমালোচিত হন তিনি।
আওয়ামী লীগের এ নেতার আচরণে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং জেলা আওয়ামী লীগের সভাপতি। প্রস্তাব এসেছে তদন্ত সাপেক্ষে এর কঠোর ব্যবস্থা গ্রহণের।
আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা বলেন, এই জনপ্রতিনিধি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এমন জনপ্রতিনিধির জন্যে সরকারের উপর আস্থা হারায় সাধারণ মানুষ।
গতকালের আইন শৃঙ্খলা সভায় জনপ্রতিনিধির নাম প্রকাশ না করেই বক্তারা জানান, যশোর সদর উপজেলার চেয়ারম্যান শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিজ বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও লাঞ্ছিত করেছেন।
বর্তমানে ওই শিক্ষক ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। তিনি বাড়িতে ও কর্মস্থলে সব জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি জীবনের নিরাপত্তা চেয়ে জিডিও করতে পারছেনা।
এতে সরকারের ভামমূর্তি ক্ষুন্ন হয়েছে। সঠিক তদন্ত করে বিচার দাবি করেন কমিটির সদস্যরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন যেখানে নিয়োগ সেখানে সমস্যা। জনপ্রতিনিধিরা ডিও লেটার দিয়ে বিভিন্ন স্কুল—কলেজে তাদের পছন্দের লোকজনকে সভাপতি বানাচ্ছেন। তারাই সব অনিয়মে জড়িত। বিষয়টি নিয়ে সরকারের ভাবা উচিত।