বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল¬াহাটে শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থী ২০২৪ এর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
<<আরও পড়তে পারেন>> মেধা ও দক্ষতা সবার আছে, তা চর্চা করতে হবে : ঝিনাইদহ ডিসি
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। প্রধান শিক্ষক উম্মে হামীমার তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সেলিম মোল¬া, উপজেলা প্রকৌশলী শওকত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল¬াহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক আবদুল¬াহ ফারুক প্রমুখ।
এছাড়া ডাঃ মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ দোয়া অনুষ্ঠান হয়।
প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খানের তত্ত্বাবধানে উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আটজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল¬া, ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল¬াহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা নাসির মিয়া, কামরুজ্জামান লাভলু মোল¬া প্রমুখ।