মনিরুজ্জামান মনির : এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় সাফল্য পেয়েছে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ)। ৭১০ জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬২২ জন। বুধবার দুপুরে ফলাফল ঘোষণার পর প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পাওয়া সাদিয়া আক্তার জানান, আমার ভালো রিজাল্টের কারণ হচ্ছে বাবা-মা এবং শিক্ষক। আমার লক্ষ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে একজন ভালো মানুষ হওয়া। সে ব্যাংকার হতে চায়।
বাণিজ্য বিভাগের শিক্ষার্থী সাকিব আহম্মাদ সাহিল জানান, আমার আগে থেকেই মনে ভরসা ছিলো জিপিএ-৫ পাবো। আমি খুব আনন্দিত। আমার জীবনের লক্ষ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করা। লেখাপড়া শেষ করে ব্যবসা এবং ভালো একজন রাজনীতিবিদ হতে চাই।
বাণিজ্য বিভাগের প্রফেসর মাহবুবুর রহমান বলেন, কলেজে শিক্ষার্থীদের জন্য নিবিড় পরিচর্যার কেন্দ্র তৈরি করা হয়। এই কমিটির নাম দেওয়া হয় ‘নিবিড় পরিচর্যা কেন্দ্র’।
সব শিক্ষার্থী আমার নিকট খুব বেশি পরিচিত। আমি এ কমিটির সদস্য ছিলাম এবং লেখাপড়া নিয়ে সবসময় শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিয়েছি। আমাদের কলেজে ভালো রিজাল্টের কারণ হচ্ছে অধ্যক্ষ মহোদয়। আমরা বিভিন্ন সময় অভিভাবক সমাবেশও করেছি।
যে সব শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো হয়নি। আমরা তাদের পরিবারের সাথে লেখাপড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। পরীক্ষার আগে কয়েকবার সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বিভিন্নভাবে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছি এবং প্রস্তুতিমূলক পরীক্ষাও নিয়েছি।
অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, এ বছর আমাদের গর্ব শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে সেই চেষ্টা করেছি। শিক্ষার্থীদের জন্য মনিটরিং সেল গঠন করা হয়ে ছিল। যারা সব সময় শিক্ষার্থীদের তদারকি করেছে। বিভিন্ন সময় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ করছে।