কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর—৬ (কেশবপুর) আসনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি’র কাছে মনোনয়নপত্র হস্তান্তর করেন নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, আনোয়ার হোসেন মোস্তাক, এহসানুর রহমান লিটু, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, যশোর জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল¬াহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ—সভাপতি বাপ্পী হালদার, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য শেখর রঞ্জন দাস, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, জেলা ছাত্রলীগ নেতা মিকাইল হোসেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাও. আব্দুল হালিম, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা জি এম আলতাফ হোসেন প্রমুখ।