নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি’র উদ্যোগে আরবপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে যশোর আরবপুর ইউনিয়নের কদমতলা মোড়ে, বালিয়া ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও মালঞ্চী বাজারে কম্বল বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও যুবলীগনেতা তৌহিদ চাকলাদার ফনটু।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগনেতা ইউসুফ সাইদ, এসএম নাজমুল সিদ্দিকী পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়, শুভ গোস্বামী মৃন্ময়, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক একরামুল কবির রবিউল, মিজানুর রহমান মুকুল ও নূরম্নল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, সদর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা জাহাঙ্গীর আলম লিপু, ইউপি সদস্য শাহিদা ইয়াসমীন, আজিজুল ইসলাম, মামুনুর রশীদ, মইনুর রহমান প্রমুখ।