মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত মহেশপুরের যাদবপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন ঝিনাইদহ—৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল।
তিনি যাদবপুর ইউনিয়নের যাদবপুর বাজার, জলুলী বাজার, মাঠিলা, লেবুতলা, গয়েশপুর, পোড়াদহ, নলপাতুয়া, পাথরাসহ বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সালাউদ্দীন আহাম্মেদ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, যুবলীগ নেতা বদিয়ার রহমান, ইউপি সদস্য মোহাম্মদ আলী, হাজেরা খাতুনসহ যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও সকল ইউপি সদস্যবৃন্দ।