ক্রীড়া ডেস্ক : ম্যাচের শুরুতে লিড নিয়ে প্যারাগুয়ের গ্যালারি নিস্তব্ধ করে দিয়েছিল আর্জেন্টিনা। অবশ্য সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্রুত এক গোল শোধ দিয়ে সমতা ফেরানোর পর বিরতি থেকে ফিরে এগিয়ে যায় প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় হারও নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরেছে তারা। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার পরীক্ষায় এটি আলবিসেলেস্তেদের দ্বিতীয় হার। গত সেপ্টেম্বরে কলম্বিয়ার মাঠে হেরেছিল তারা।
দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এদিন আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর দায়িত্ব নেন এমিলিয়ানো মার্তিনেজ। আকাশী-নীল জার্সিতে বহুবার চমক দেখানো এই কিপার এদিন পেরে ওঠেননি। দুইবার তাকে ফাঁকি দিয়ে জালে বল জড়ায়। দলের প্রাণভোমরা লিওনেল মেসি আক্রমণভাগে ছিলেন নিষ্প্রভ।
এদিন সমর্থনের শতভাগ পেতে আসুনসিয়নের মাঠে আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে। বিতর্কিত এই সিদ্ধান্ত বেশ কাজে দিয়েছে তাদের। যদিও শুরুতেই গোল করে গ্যালারির উন্মাদনা থামিয়ে দেয় অতিথিরা।
১১তম মিনিটে আর্জেন্টিনা লিড নেয়। এনজো ফের্নান্দেজের তুলে দেওয়া বল প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে পেয়ে যান লাউতারো মার্তিনেজ। বাঁ পা দিয়ে বল নিয়ন্ত্রণে নেন তিনি। তারপর বাঁ পায়েরই কোনাকুনি শটে ঠিকানা খুঁজে পান।
প্যারাগুয়ে গোল শোধ দিতে বেশি সময় নেয়নি। আট মিনিট পর স্কোর ১-১ করে। ১৯তম মিনিটে বক্সের ডানপ্রান্ত থেকে গুস্তাভো ভালাজকুয়েজের ক্রসে আন্তোনিও সানাব্রিনা ওভারহেড কিকে জাল কাঁপান। আগের মিনিটেই গুস্তাভো গোমেজের হেড ক্রসবারে লাগার হতাশা কাটিয়ে ওঠে স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে আর্জেন্টিনাকে পেছনে ফেলে প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে দিয়েগো গোমেজের ফ্রি কিকে ৬ গজ বক্সের ডানপ্রান্ত থেকে লাফিয়ে হেড করেন ওমর আলদেরেত। জালে জড়ায় বল। ওই গোল গড়ে দেয় ম্যাচের মূল পার্থক্য। ২০১৬ সালের অক্টোবরের পর প্রথমবার আর্জেন্টিনাকে হারানোর স্বাদ পায় প্যারাগুয়ে।
১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। তবে এক ম্যাচ কম খেলা কলম্বিয়ার সঙ্গে তাদের ব্যবধান নেমেছে তিনে। ব্যবধান শূন্যে নামাতে কলম্বিয়া উরুগুয়ের মাঠে নামবে। এদিকে চতুর্থ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে প্যারাগুয়ে।
আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।