আব্দুল জলিল সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে যৌথ ভাবে কাজ করবে বলে একমত হয়েছেন বিজিবি ও বিএসএফ। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উকসা সীমান্তের উকসা উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা বৈঠাকে তারা এক মত পোষণ করে। ঘন্টাব্যাপী পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃুতদেন সাতক্ষীরাস্থ নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল কামরুল আহসান। এসময় তার সাথে ছিলেন ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহু রেজা আল-ফামিসহ ১১ জন জন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কলকাতা ১১৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাজেস কুমার ত্রিপাটি । তার সাথে ছিলেন ডেপুটি কমাড্যান্ট সোয়েব সিংসহ ১৫ জন। আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সকল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।