নিজস্ব প্রতিবেদক : ‘এক যুগ আগে এই বেনাপোল পৌরসভার নির্বাচনে হেঁটে আসিলাম। ইবার পায় সমস্যা থাকায় ছেলের কোলে চড়ি আসলাম ভোট দিতি। ইর পরের নির্বাচন পর্যন্ত বেঁচে থাকপো কি না জানিনে। বেনাপোল পৌরসভার নির্বাচন দেখতি পারিছি এবং ভোট দিতি পারিছি এইডে আমার সৌভাগ্য।’ বেনাপোল পৌরসভার নির্বাচনে ভোট দিতে এসে কথাগুলো বলছিলেন পৌর শহরের ৬নং ওয়ার্ড ভবারবেড় এলাকার বাসিন্দা ৮০ বছর বয়সের বৃদ্ধ মুজিবর গাজী।
সোমবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে ছেলে মফিজুল ইসলামের কোলে চড়ে ভোট কেন্দ্রে এসে ইভিএম পদ্ধতিতে ভোট দেন তিনি। বৃদ্ধ মুজিবর গাজী বলেন, ‘গত বেনাপোল পৌরসভা নির্বাচনে ভোট দিলাম। তারপর আর নির্বাচন হইনি। আমাগের বেনাপোলে শহরে এট্টা সরকারি হাসপাতাল নেই। আমি চাই যেই মেয়র হোক সে যেন আগে বেনাপোলে একটা সরকারি হাসপাতাল তৈরি করার ব্যবস্থা করে। তাহলি আমার মতোন বয়স্কদের চিকিৎসার জন্যি যশোরে, শার্শায় যাতি হবি নানে।’
আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ এক যুগ পর সোমবার বেনাপোল পৌরসভার নির্বাচন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ৯টি ওয়ার্ডে ১২টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।