সমাজের কথা ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাতে গিয়ে হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, হামাসের হামলায় একদিনেই তাদের ২৪ জন সেনাসদস্য নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি, আহত ৫০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগিই বেসামরিক।
আইডিএফ জানায়, গতকাল সোমবার এক বিস্ফোরণে প্রাণ হারায় ইসরায়েলের ২১ জন রিজার্ভ সেনা। পৃথক এক হামলায় নিহত হয় আরও ৪ জন। অভিযান শুরুর পর একদিনে এত সেনা নিহতের ঘটনা এবারই প্রথম।
আইডিএফর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাজারি বলেন, ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের নিক্ষেপ করা রকেটের আঘাতে চূর্ণ হয়ে যায় ইসরায়েলি ট্যাংক ও দুটি ভবন। সেই হামলাতেই সেনারা মারা যায় বলে ধারণা তাদের ।
আইডিএফ জানিয়েছে, তারা এখনো বিষয়টি নিয়ে তদন্ত করছে।