নিজস্ব প্রতিবেদক : বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ থেকে রোডমার্চ শুরু হয়। মাগুরা ঘুরে বিকেলে যশোর শহরের মুড়লি মোড়ে এসে পৌঁছায়। মুড়লিতে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবো না। শুধু বিএনপি নয়, দেশের অনেক রাজনৈতিক দল বলেছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ হলেও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা ও লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেন, বিএনপির আন্দোলন হবে ডু আর ডাই। আমরা বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাই। খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। জনগণ যদি মুক্ত হয়; খালেদা জিয়াও মুক্ত হবে।
আরেক বিশেষ অতিথি দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আর কয়েকদিন পরেই ম্যাডাম (খালেদা জিয়া) সিংহাসনে বসবেন। আমাদের নেতা তারেক রহমান আসবেন বীরের বেশে।
পথসভায় বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ। সঞ্চলনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু ও মিজানুর রহমান খান।
এর আগে সকালে ঝিনাইদহ থেকে শুরু হয় এই রোডমার্চ। এরপর মাগুরা—যশোর সড়কের শেখপাড়া মসজিদের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পথসভায় মির্জা আব্বাসসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বিএনপি নেতারা জানান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় আরও একটি পথসভা শেষে যশোরের বাঘারপাড়ার পুলেরহাট বাজারে পথসভা করে নেতৃবৃন্দ। এরপর যশোর শহরের মুড়লি ও অভয়নগরে পথসভা করে খুলনা অভিমুখে যাত্রা করে রোডমার্চটি।
মাগুরা প্রতিনিধি জানান, খুলনা বিভাগের রোড মার্চে খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলা ও মাগুরার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার সকাল ৯ টার সময় ঝিনাইদহে এই রোড মার্চের উদ্বোধন শেষে দুপুর পৌনে ১২টায় মাগুরা জেলা সীমানায় প্রবেশ করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ছেড়ে আসা বিএনপির রোড মার্চে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাগুরার আলমখালি এলাকায় স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, বরকত উল¬াহ ভুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এ সমাবেশ শেষে বিএনপি নেতা কর্মীদের িরোড মার্চটি খুলনা অভিমুখে রওনা হয়।