নিজস্ব প্রতিবেদক : যশোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ব্যতিক্রমী আয়োজনে ‘ভিলেজ ক্যাম্পেইন’ করেছে উলাসী সৃজনী সংঘ। সংঘের উই প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ‘ভিলেজ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে চাঁচড়া বর্মনপাড়ার মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে স্কুলমাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উলাসী সৃজনী সংঘের উই প্রকল্পের নারী অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রণজিত কুমার দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, চাঁচড়া ইউপি চেয়ারম্যান শামীম রেজা, মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন হোসেন লীনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সালমা খাতুন।
এছাড়াও বক্তব্য দেন, চাঁচড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিপুল বর্মন, নারী অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি নাজনীন সুলতানা, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ আনিসুজ্জামান, স্থানীয় সমন্বয়কারী নাজনীন সুলতানা জেনি প্রমুখ। আলোচনাসভার আগে ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সভায় অংশগ্রহণকারী গ্রামবাসী।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ’র অর্থায়নে উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ উই প্রকল্প বাস্তবায়ন করছে।