বাগেরহাট প্রতিনিধি : ছোটবেলায় গল্প শুনেছি একটা কুমিরের বাচ্চা সাতবার দেখিয়ে কুমিরকে সন্তুষ্ট করা হতো তার সাতটি বাচ্চা ই আছে। এমনই ঘটনা ঘটেছে বাগেরহাটে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি—৪) প্রকল্পে।
সুখী মানুষ নামে একটি বেসরকারী সংস্থা এই প্রকল্পের বাগেরহাট জেলার ৮টি উপজেলায় ঝরেপড়া শিশুদের লেখা পড়ার দায়িত্ব পালন করছে। এর মধ্যেই বাগেরহাটে এই প্রকল্প নিয়ে অনেক অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়। গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটে দুদকের গণশুনানী অনুষ্ঠানে শতাধিক ভুক্তভোগী সুখী মানুষ ও বাগেরহাট উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর অনিয়ম ও দুর্নীতির ফিরিস্থি তুলে ধরে আবেদন করেন।
গত ১ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়চাদপুর ও চাঁদপুর গ্রামে দুটি শিখন কেন্দ্র গিয়ে দেখাযায় মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম কেন্দ্রেই দুটি শিখন কেন্দ্রর ক্লাস চলছে। সেখানে শিক্ষক সাকিলা বেগম ক্লাস করাচ্ছেন। অপর শিক্ষকের কথা জানতে চাইলে শিক্ষক গিতা রানী কে সাকিলা ফোন দিয়ে ডেকে আনেন।
গিতা রানী জানান, তারা দুজন বড়চাদ পুর কালী বাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । তারা দুজনেই তাদের স্কুলে ক্লাস করান। স্কুলে বালু তোলা হচ্ছে তাই এখানে ক্লাস করানো হচ্ছে । সুখী মানুষের পক্ষ থেকে প্রাপ্ত ফ্যান, চেয়ার, টুল, স্টাপলার, ফ্লোর ম্যাট, ফলের চাট, বর্ণমালা, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ছবি, টিউব লাইট, পানির জার, কাচি, ছুরি, ওয়েষ্ট পেপার বাকেট দেখতে চাইলে তারা দেখাতে পারেননি ।
শিক্ষিকা সাকিলা বেগম জানান, ছাত্র ছাত্রীদের এ পর্যন্ত একসেট স্কুল ড্রেস ও একটি ব্যাগ দেওয়া হয়েছে । ছাত্র ছাত্রীরা জানান, তারা একটি করে স্কুল ড্রেস, ব্যাগ ও খাতা পেয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সকল শিশুই কালী বাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। একই শিশু উপ আনুষ্ঠানিক তালিকায় রয়েছে। আবার এদের মধ্য থেকে অনেকে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষায়ও লেখাপড়া করছে ।
যেহেতু একই জায়গায় চারটি প্রতিষ্ঠান এত শিশু কোথায় পাবে তাই একই শিশু কে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখান হয় । তারা আরো জানান, এক দিনে তো সব প্রতিষ্ঠানের পরিদর্শন হয় না এটুকু সুবিধা আমরা পাই ।
এবিষয় উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর বাগেরহাটের সহকারী পরিচালক হিরামন বিশ্বাসের ০১৭১১৯৭৬৪৬২ মোবাইলে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি ।