সংবাদ বিজ্ঞপ্তি : বুধবার জয়তী সোসাইটি পরিচালিত উপশহর ই বøকের অধিকার মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে উপশহর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৫৬ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা দেওয়া হয়। যাদের চোখে ছানি আছে তাদেরকে বিনামূল্যে অপারেশনসহ লেন্স বসানোর ব্যবস্থাও গ্রহণ করা হয়। চক্ষু ক্যাম্পে পরীক্ষা করে ১৫৬ জন রোগীর মধ্যে ৩৬ জনের ছানি, ১০ জনের নালী সমস্যা সনাক্ত ও অপারেশনের ব্যবস্থা করা এবং ১১০ জনকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এই চক্ষু ক্যাম্পে রোগী দেখেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল এ্যাসিসট্যান্ট ডা. নাহিদ হাসান, ডা. অনিক কুমার সাহা এবং রেজিস্টার এ্যান্ড কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুখেন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈন উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান বাবুল। আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো. রোকনুজ্জামান, স্বাস্থ্য ম্যানেজার শামীমা খাতুনসহ অধিকার মহিলা উন্নয়ন সংগঠনের নেতা নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার। -