এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর—৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশের অনুন্নত এলাকা আজ উন্নত শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যে। তার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চল অন্ধকার থেকে আলোর মুখ দেখেছে। দেশরত্ব শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমরা এই কথাটি গর্বের সঙ্গে বলতে পারি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ নৌকার বিকল্প আর কিছুতেই পাওয়া যাবে না। উন্নয়ন মানেই নৌকা, নৌকা মানেই উন্নয়ন। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাই শেষ ঠিকানা।
গতকাল বিকালে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরো বলেন, বিএনপি আবারও বাঁকা পথে ক্ষমতায় যেতে চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিএনপির সেই স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না। তাই দেশের এবং জনগণের শান্তি আর স্বস্তির জন্য আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ যখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ ঠিক সেই মুহূর্তে বিএনপি—জামায়াত বাংলাদেশকে পেছনের দিকে নেওয়ার জন্য অগ্নি সন্ত্রাসসহ নানামুখী ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সচেতন হতে হবে।
পাঁজিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরেশ চন্দ্র মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপিচেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা রেবাভৌমিক, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মনসুর আলী, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটু, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বাসুদেব মিত্র, পৌর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম—আহ্বায়ক শাহীন, পৌর কাউন্সিলর কামাল খান, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না, মাসুদুর রহমান প্রমুখ।
সন্ধ্যায় এমপি শাহীন চাকলাদার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি পূজা মন্দির প্রাঙ্গন ওকেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী মোড়ে এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।