কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর—৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির পিতা ও তার পরিবারকে যারা খুন করেছে তাদের মধ্যে জিয়াউর রহমানও ছিলেন।
যারা বাঙালি জাতির পিতাকে হত্যা করতে পারে তারা জনগণের কল্যাণে রাজনীতি করতে পারে না। তারা আদর্শবান মানুষ হতে পারে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধ যুদ্ধ করেন। অসৎ ব্যবসায়ীদের সাথে শেখ হাসিনা আপোষ করেন না।
যারা এসব করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জাতির পিতা শিখিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে। দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। এজন্য আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি—জামায়াত যতই চেষ্টা করুক বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করতে দেয়া হবে না। অজুহাত আর বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্নই রয়ে যাবে।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সব সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। এতে ইর্ষান্বিত হয়ে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
শুক্রবার সন্ধ্যায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ সভা পরিচালনা করেন।
<< আরও পড়ুন >> ষড়যন্ত্রের বিরুদ্ধে আ’লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে: শাহীন চাকলাদার এমপি
স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ সভাপতি এড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এসএম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম মহব্বত হোসেন, সদস্য আব্দুস সামাদ মাস্টার, শফিকুল ইসলাম মুকুল, এসএম হাবিবুর রহমান হাবিব, মাসুদুজ্জামান, শেখর রঞ্জন দাস প্রমুখ।
প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরও বলেন, শেখ হাসিনা এ দেশের উন্নয়নের কারিগর। তিনি এদেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশে যত উন্নয়ন হয়, তা অন্য কোনো সরকারের সময় হয় না।
অন্য সরকারের সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়। তাই দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার সরকার দরকার। একদল লোক আছে, যারা নির্বাচন এলেই জনগণকে ভুল বুঝানোর চেষ্টা করে। কোনো কাজে নেই, শুধু সমালোচনায় ব্যস্ত থাকে।
এদের থেকে দূরে থাকতে হবে। শুধু মনে রাখবেন শেখ হাসিনা গরীব মানুষের পরম বন্ধু। তিনি যতদিন আছেন, আমাদের কোনো ভয় নেই।
এ সরকারের আমলে ভূমিহীনদের ঘর, কমদামে চাল, ছাগল, মুরগি, হাঁস, নগদ টাকা, ভাতার কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ নানাভাবে সহায়তা দেয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য যা প্রয়োজন তার সবই করা হচ্ছে, এ ধারা অব্যাহত থাকবে।