কেশবপুর (যশোর) প্রতিনিধি: দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন যশোর—৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার।
তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা এনেছে স্বাধীনতা, দিয়েছে গণতন্ত্র। নৌকা দিয়েছে উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নৌকার কোন বিকল্প নেই। মনে রাখবেন নৌকা মানেই উন্নয়ন। নৌকা মানেই শান্তি, সমৃদ্ধি।
সোমবার বিকেলে কেশবপুর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নৌকা প্রতীকের ভোটকেন্দ্র নির্বাচনী পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কলেন।
তিনি আরো বলেন, আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এর একক কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করেছিলেন বলেই আজ পদ্মা সেতু হয়েছে। দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। একমাত্র নৌকা দেশের উন্নয়ন, গতিশীলতা আর মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে।
তিনি বলেন, কেশবপুরের মানুষ বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে কখনো আপোস করেনি, আশা করি আগামীতেও করবে না। আমাদের লক্ষ্য উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
কেশবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়লের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত নৌকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌকার নির্বাচন পরিচলনা কমিটির উপজেলা সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ—সভাপতি অ্যাড রফিকুল ইসলাম পিটু, যুগ্ম—সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ—দপ্তর সম্পাদক মনোজ তরফদার, আওয়ামী লীগনেতা অ্যাড. মিলন মিত্র, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ^াস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম—আহ্বায়ক আবু সাঈদ লাভলু, জাতীয় শ্রমিকলীগের উপজেলা আহ্বায়ক সরদার মুনছুর আলী, যুগ্ম—আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, যুগ্ম—আহ্বায়ক এস এম মুজিবুর রহমান, পৌর শ্রমিকলীগের আহ্বায়ক শহিজ্জামান শহিদ, যুগ্ম—আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম—আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনু রানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর আওয়ামী লীগনেতা মিজানুর রহমান মিজান, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হফিজুর রহমান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা যুবলীগনেতা পৌর কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সহ—সভাপতি আজিজুল আলম মিন্টু, সহ—সভাপতি মোর্তজা হোসেন, সহ—সভাপতি আলাউদ্দীন, যুগ্ম—সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিটন, সহ সম্পাদক নুর মোহাম্মদ কুটি, ক্রীড়া সম্পাদক সাহেদ হোসেন জনি, রতন অধিকারী, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল্লাহ, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয় প্রমুখ।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহাকে আহ্বায়ক করে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নৌকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।