সমাজের কথা ডেস্ক : আজ ৪ নভেম্বর দুপুর আড়াইটার দিকে আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সবুজ পতাকা উড়িয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন।
আরও পড়তে পারেন : তিন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন দু’প্রধানমন্ত্রী
উদ্বোধনের পর মেট্রোরেলে চড়ে আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল গেছেন প্রধানমন্ত্রী। দুপুর পৌনে তিনটার দিকে মেট্রোরেলের ১০ নম্বর কোচটিতে চেপে বসেন শেখ হাসিনা।
বিকেল ৪টায় মতিঝিলের আরামবাগ মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।