নিজস্ব প্রতিবেদক : উদীচী যশোর জেলা সংসদের আয়োজনে শ্রাবণ সন্ধ্যা উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে উদীচী যশোরের শিল্পীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষবন্দনা কবিতা দিয়ে। এরপর শুরু হয় আধুনিক গান, রবীন্দ্র সংগীত, মৌসুমী ভৌমিক, ছড়াগান, বর্ষার গান। এ সব গান পরিবেশন করেন, আঁচল, ডোনা, বুশরা, নন্দিতা, ওয়াজিহা, সমৃদ্ধি, কাজিন, লুবনা আফরোজ, অদিতা, চম্পা, নাহার, প্রীতি, তুর্জয়, সুব্রত, মুস্তাহিদ, শেখর দেবনাথ, সুমন, জাহিদ, শিপ্রা। এছাড়াও শিশুদের সমবেত কন্ঠে গান ও নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনা করেন কাজী শাহেদ নওয়াজ, অনুষ্ঠান পরিকল্পনা ও চিত্রনাট্য গ্রন্থনা আসিফ আকবর নিপপন, অনুষ্ঠান পরিকল্পনা ও সহকারী পরিচালনা মাসুদ পারভেজ মিঠু, অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেন শেখর কুমার দেবনাথ।